প্রকৃতি

টিপস্‌ – সালাদ

প্রতিদিন দুপুরে খাওয়ার আগে একবাটি সালাদ খাওয়ার অভ্যাস করুন, এই কাঁচা সালাদে আপনার শরীরে অনেক জটিল সমস্যা সমাধান করে দিবে।

প্রাকৃতিক খাবারে রয়েছে বহুমাত্রিক গুণ, যারা আপনার জানা এবং অজানা শারীরিক সমস্যাগুলো চিহ্নিত করে ধীরে ধীরে নিরাময় করে দেবে।

আর এমন চমৎকার কাজটি করতে একটু খাদ্যভাস পরিবর্তনই যথেষ্ট।

আলমগীর আলম,
প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

আলমগীর আলম

আলমগীর আলম

ন্যাচারোপ্যাথি ও আকুপ্রেসার বিশেষজ্ঞ

আমি আলমগীর আলম, আকুপ্রেসার ও ন্যাচারোপ্যাথি নিয়ে কাজ করি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটা প্রমাণিত যে, আমরা বর্তমান সময়ে যে খাদ্যভাস, জীবনাচার নিয়ে আছি তাতে সুস্থ থাকা অসম্ভব। আমাদের প্রচলিত চিকিৎসা ব্য...

View author profile